চার দফা দাবিতে বেগমগঞ্জে শিক্ষার্থীদের ক্লাস বর্জন


প্রকাশিত: ০৮:৩১ এএম, ১১ মে ২০১৬

নোয়াখালীর বেগমগঞ্জ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা চার দফা দাবিতে প্রশাসনকি ভবনে তালা ঝুলিয়ে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। বুধবার সকাল ১০টায় শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জাগো নিউজকে জানান, ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায় কৃষিতে উচ্চ শিক্ষার সুযোগ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির সুযোগ, সকল এটিআইতে উপবৃত্তি ও কৃষি ডিপ্লোমাধারীদেরবে কাগজে কলমে দ্বিতীয় শ্রেণির মর্যাদায় অর্ন্তভুক্ত করাসহ চার দফা দাবিতে তারা দীর্ঘ দিন থেকে আন্দোলন করে আসছেন।

কিন্তুু তাদের এ যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে সরকার টালবাহানা করছে। তাই তারা বাধ্য হয়ে অনির্দিষ্টকালের জন্য ক্লাশ বর্জন করে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন। তাদের দাবি দ্রুত বাস্তবায়ন না করা হলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচি দেয়ার হুমিক দেন তারা।

এদিকে শিক্ষার্থীদের এ দাবিগুলোর প্রতি শিক্ষকরা কোনো রকম সহযোগিতা না করে উল্টো তাদেরকে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অন্যত্র বদলি করার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।

তবে আন্দোলনরত শিক্ষার্থীদের হুমকির অভিযোগটি অস্বীকার করে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের চলতি দায়িত্বে থাকা অধ্যক্ষ ফজলুল বারী জানান, শিক্ষার্থীদের দাবিগুলোর যৌক্তিকতা রয়েছে। তিনি শিক্ষার্থীদেরকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করার অনুরোধ জানিয়েছেন।

মিজানুর রহমান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।