কিশোরগঞ্জে বাস উল্টে আহত ১৫


প্রকাশিত: ০৮:৩৯ এএম, ২১ মে ২০১৬

কিশোরগঞ্জের কুলিয়ারচরে যাত্রীবাহী বাস উল্টে ১৫ জন আহত হয়েছেন। শনিবার কিশোরগঞ্জ-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে দুই জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ৫ জনকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কটিয়াদী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, কিশোরগঞ্জ থেকে অনন্যা সুপার নামে একটি যাত্রীবাহী বাস ঢাকায় যাচ্ছিল। কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের মনোহরপুর এলাকায় পৌঁছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে বাসের ১৫ যাত্রী আহত হন।

আহতদের মধ্যে নান্দাইলের দিপ্তী (১৮), পুলেরঘাট এলাকার  আবু তাহের (১৮), কটিয়াদীর ব্যবসায়ী শিতল কুমার সাহা (৬২), নেত্রকোনার নয়ন (৪০) ও ঈশ্বরগঞ্জের আবুল কাশেমকে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুরুতর আহত অবস্থায় কটিয়াদীর মো. শামীম ও কাজলকে (৪৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নূর মোহাম্মদ/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।