সুনসান নীরবতা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ১১:২৫ এএম, ৩১ মার্চ ২০২৫

নেই কোনো কোলাহল, চলছে না কোনো যানবাহন। প্রতি মিনিটে শত গাড়ি চলাচলের রাস্তাটি একেবারে সুনসান নীরব। পিচঢালা সড়কের মাঝে ডিভাইডারে নানা রঙের ফুল গাছ আজ যেন বিশ্রাম নিচ্ছে। দুচোখের দৃষ্টি যতটুকু যাচ্ছে শুধু ধু-ধু সড়ক দেখা যায়। বলছিলাম দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কথা।

সোমবার (৩১ মার্চ) ভোর থেকে অন্য রূপে দেখা যাচ্ছে মহাব্যস্ত সড়কটি। সড়কের মিরসরাই পৌর সদর থেকে কমলদহ পর্যন্ত এমন চিত্র চোখে পড়েছে। মাঝে মধ্যে দুএকটি সিএনজিচালিত অটোরিকশা চলাচল করলেও অন্য কোনো গাড়ি চলছে না।

বড়তাকিয়া এলাকার বাসিন্দা জসিম উদ্দিন বলেন, অনেক দিন পর সুনসান নীরব দেখা যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে। এ সড়কে এতবেশি গাড়ির চাপ থাকে, চারলেন পার হতে অনেক্ষণ অপেক্ষা করতে হয়।

সুনসান নীরবতা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে

সিএনজি চালিত অটোরিকশাচালক ছোট চন্দ্র নাথ বলেন, ভিন্ন চেহারা দেখা যাচ্ছে সড়কের। প্রতিদিন মিনিটে শত গাড়ি চলাচল করে সেখানে তেমন কোন গাড়ি নেই।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, ঈদের কারণে মানুষ রাস্তায় নেই তাই যানবাহন চলাচল কমে গেছে। তবে দুপুরের পর থেকে গাড়ি চলাচল বাড়বে। সড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ দায়িত্ব পালন করছে।

এম মাঈন উদ্দিন/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।