নির্বাচনী সহিংসতায় বেগমগঞ্জে আরো একজন নিহত
নোয়াখালীর বেগমগঞ্জে নির্বাচনী সহিংসতায় শাকিল (২৩) নামে এক আরো এক যুবক নিহত হয়েছেন। এসময় জসিম ও রাব্বি নামে আরো দুইজন গুলিবিদ্ধ হন।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জীরতলীর কেবি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
স্বজনদের দাবি, বেলা ১১টার দিকে সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের সময় পুলিশের গুলিতে আহত হন শাকিল। পরে তাকে উদ্ধার করে ঢাকা নেয়ার পথে দুপুরে তার মৃত্যু হয়।
বেগমগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজিদুল ইসলাম জানান, সংঘর্ষের সময় কোনো প্রকার গুলি চালানো হয়নি। দুই পক্ষের সংঘর্ষের সময় ইট পাটকেলের আঘাতে তার মৃত্যু হয়েছে।
এর আগে রাজগঞ্জ ইউনিয়নের দারুল উলুম ফাজিল মাদরাসা কেন্দ্রে বিশৃঙ্খলার সময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখে দৌঁড়ে পালানোর সময় সৈয়দ আহাম্মদ (৬৯) নামে এক বৃদ্ধ পড়ে গিয়ে নিহত হন।
মিজানুর রহমান/এআরএ/আরআইপি