বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে হোটেল কর্মচারীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরিশাল
প্রকাশিত: ০৬:৪৮ পিএম, ২৯ এপ্রিল ২০২৫

বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে সুজন (১৫) নামে এক হোটেল কর্মচারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর প্যারারা রোডে এ ঘটনা ঘটে।

মৃত সুজন প্যারারা রোডের মমিন খাবার ঘরে চাকরি করতেন। পটুয়াখালীর বাউফলের বাসিন্দা সুজন হোটেলের পিছনের বাড়ির একটি কক্ষে ভাড়ায় বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শী আলামিন জানান, সুজন বেলা সাড়ে ১১টার দিকে গোসল করে হোটেলে কাজে যোগ দিতে বের হচ্ছিলেন। তখন আগে থেকে একটি ছেড়া তার পরে গেট বিদ্যুতায়িত হয়েছিল। সুজন গেট খুলতে গেলে বিদ্যুতায়িত হয়ে সুজন চিৎকার দিয়ে আটকে থাকে। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে হোটেল কর্মচারীর মৃত্যু

মমিন খাবার ঘরের মালিক নূর আলম বলেন, বাউফলের বাসিন্দা সুজন ৯ হাজার টাকা বেতনে নয় মাস আগে এখানে কাজে যোগ দিয়েছিলেন। তার পরিবারের সদস্যদের জানানো হয়েছে। মরদেহ এখন শেবাচিম হাসপাতালের মর্গে রয়েছে।

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, দুর্ঘটনার বিষয়ে খোঁজ খবর নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শাওন খান/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।