সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২


প্রকাশিত: ০৫:৪৫ এএম, ০১ জুন ২০১৬

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায়  দুইজন নিহত ও ৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। নিহত জহরুল ইসলাম সলঙ্গা থানার জালশুকা গ্রামের মকরম আলীর ছেলে।

রায়গঞ্জ উপজেলার ষোলমাইল ফায়ার সার্ভিস এর সিনিয়র ফায়ারম্যান মোস্তাফিজার রহমান জানান, ভোররাতে ঢাকা- বগুড়া মহাসড়কের রায়গঞ্জের দাথিয়া ব্রিজের দক্ষিণ পাশে দুটি ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের কেবিনে থাকা এক অজ্ঞাত নারী নিহত হন। এঘটনায় আহত হন আরো ৫ জন। আহতদের উদ্ধার করে বগুড়া পাঠানো হয়েছে।

অপরদিকে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে সলঙ্গা থানার দবিরগঞ্জ বাজার এলাকায় পিকআপ ভ্যানের চাপায় জহরুল ইসলাম  নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

বাদল ভৌমিক/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।