শিক্ষার আলো থেকে বঞ্চিত সাতবর্গ বেদে পল্লী


প্রকাশিত: ০৭:২৩ এএম, ০১ জুন ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের সাতবর্গ গ্রামের স্থায়ী বেদে পল্লীটিতে এখনো পৌঁছায়নি শিক্ষার আলো। অবহেলিত এ বেদে সম্প্রদায়ের শিশুদের জন্য নেই আলাদা কোনো স্কুল-কলেজ।

ফলে প্রাথমিক শিক্ষাও গ্রহণ করতে পারছে না যুগ যুগ ধরে নিপীড়িত হয়ে আসা এ বেদে সম্প্রদায়ের শিশুরা। কোনো কোনো শিশু স্কুলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেও অর্থের অভাবে শিশুর সেই ইচ্ছাকে জলাঞ্জলি দিচ্ছেন তার বাবা-মা।

খোঁজ নিয়ে জানা যায়, প্রায় ৪০ বছর ধরে সাতবর্গ গ্রামের পূর্বপাড়ায় স্থায়ীভাবে বসবাস করে আসছেন দুই শতাধিক বেদে পরিবার। সরকারিভাবে কোনো বাসস্থানের ব্যবস্থা না থাকায় পূর্বপাড়ার ছোট্ট একটি খোলা জায়গায় ‘খুপড়ি’ ঘর করে অনেকটা গাদাগাদি করেই বসবাস করছেন দুই শতাধিক পরিবারের প্রায় সাড়ে ৪শ’ মানুষ।

BedePolli

এ বেদে পল্লীটিতে রয়েছে দেড় শতাধিক শিশু। এদের মধ্যে কোনো শিশুই এখনো পর্যন্ত স্কুলে যেতে পারেনি। সরকার সব শিশুদের জন্য প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করলেও বৈষম্যের শিকারসহ নানা প্রতিকূলতার কারণে প্রাথমিক শিক্ষাও গ্রহণ করতে পারছে না এখানকরা শিশুরা।

সাতবর্গ বেদে পল্লীর সর্দার কামরুন্নেছা জাগো নিউজকে জানান, জন্মসূত্রে সাপুড়িয়া হওয়ায় সাপের খেলা দেখিয়ে মানুষকে আনন্দ দিয়ে কিছু টাকা রোজগার করে পেট চালাই। তিন বেলা ভালোভাবে খেতে পারি না আবার শিশুদের পড়ালেখা করাবো কি করে? সরকারতো বেদে শিশুদের জন্য বিনা বেতনে পড়ার জন্য আলাদা কোনো স্কুল-কলেজ করে দেয়নি।

তিনি বলেন, সরকার আসে সরকার যায় বেদে সম্প্রদায়ের মানুষের ভাগ্য বদলায় না। প্রতিবার ভোটের আগে প্রার্থীরা ভোট নেয়ার আগে বেদে পল্লীর বাসিন্দাদের জীবনমান উন্নয়নে অনেক প্রতিশ্রুতি দেন। কিন্তু একবার ভোটে বিজয়ী হওয়ার পর আর তাদের খুঁজে পাওয়া যায়না।

স্থানীয় সমাজ ও রাজনৈতিক কর্মীদের মতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় তদারকির অভাবেই প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত বেদে সম্প্রদায়ের শিশুরা। তারা বেদে সম্প্রদায়কে পুনর্বাসন করে তাদের শিক্ষার অধিকার নিশ্চিতকরণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন।

BedePoll

এ ব্যাপারে জানতে চাইলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বণিক জাগো নিউজকে বলেন, সাতবর্গ গ্রামে যে একটি স্থায়ী বেদে পল্লী রয়েছে এবং সেখানকার শিশুরা যে প্রাথমিক শিক্ষা গ্রহণ করতে পারছে না সেটি আমার জানা ছিল না। এ ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে, বেদে শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করা হবে।

জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন জাগো নিউজকে বলেন, বেদে শিশুরা আলাদা কোনো শিক্ষা প্রতিষ্ঠান নয় বরং অন্যসব শিশুরা যেসব সরকারি বিদ্যালয়ে খেলাপড়া করে তারাও সেখানেই পড়বে।

তিনি বলেন, সরকার সব শিশুর জন্য প্রাথমিক শিক্ষা নিশ্চিত করেছে, বেদে শিশুরাও বাদ যাবে না। তাদেরকেও প্রাথমিক শিক্ষার আওতায় আনা হবে। বিষয়টি সম্পর্কে খোঁজ-খবর নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হচ্ছে।

এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।