আদালতে মেয়র আরিফ


প্রকাশিত: ০৫:০০ এএম, ৩০ ডিসেম্বর ২০১৪

আত্মসমর্পণের জন্য হবিগঞ্জে এসেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার সকাল ১০টায় হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণের জন্য যান তিনি। শুনানি শেষে বিচারক রোকেয়া আক্তার দুপুরে রায় ঘোষণা করবেন বলে জানা গেছে।

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। তারই প্রেক্ষিতে দীর্ঘদিন আত্মগোপনে থেকে মঙ্গলবার সকালে আত্মসমর্পণের উদ্দেশ্যে তিনি হবিগঞ্জ আদালতে যান মেয়র আরিফ।

এর আগে হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জি কে গউছ আত্মসমর্পন করলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

সূত্র জানায়, হবিগঞ্জ আদালতের অধিকাংশ আইনজীবীই মেয়র আরিফের পক্ষে আদালতে দাঁড়াবেন। এছাড়া সিলেট থেকেও কয়েকজন সিনিয়র আইনজীবী হবিগঞ্জে গেছেন।

উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর রোববার আদালতে কিবরিয়া হত্যা মামলার অভিযোগপত্র গৃহীত হওয়ার সঙ্গে সঙ্গে মেয়র আরিফসহ এই মামলার আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।