নোয়াখালীতে বিএনপি প্রার্থীর ভোট বর্জন


প্রকাশিত: ০৫:০৪ এএম, ০৪ জুন ২০১৬

নোয়াখালীর সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো. শাহাজাহান কেন্দ্র দখল, তার এজেন্টকে কেন্দ্রে যেতে না দেয়া ও জাল ভোটসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।

এদিকে ৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে নোয়াখালীর সদর উপজেলার ১০টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্নের লক্ষ্যে, প্রশাসন ব্যাপক নিরাপত্তা ব্যাবস্থা গ্রহণ করেছে। প্রতিটি কেন্দ্রে ৫ জন পুলিশ ও ১৭ জন আনসার দায়িত্ব পালন করছে।

এছাড়াও বিজিবি, র্যাব ও পুলিশের বিশেষ টিম নির্বাচনী এলাকায় টহল দিচ্ছে। এর পাশাপাশি প্রতিটি ইউনিয়নে ১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন।

নির্বাচনে চেয়ারম্যান পদে ৪৫ জন, সাধারণ সদস্য পদে ৩৯৮ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মিজানুর রহমান/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।