লক্ষ্মীপুরে অনিয়মের অভিযোগে আটক ২০


প্রকাশিত: ১১:০৫ এএম, ০৪ জুন ২০১৬

লক্ষ্মীপুর সদর, রামগঞ্জ ও কমলনগরে ইউপি নির্বাচনে ভোটারদের কাছ থেকে ব্যালট পেপার ছিনিয়ে নৌকায় সিল, কেন্দ্রে আধিপত্য বিস্তার, জাল ভোটসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ২০ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে কয়েকজনের জেল-জরিমানা করা হয়।

এদিকে, রামগঞ্জের নোয়াগাঁও, ভাটরা ও ভোলাকোট ইউনিয়নের কয়েকটি কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর নেতাকর্মীদের সঙ্গে বিদ্রোহী প্রার্থীর লোকজনের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে পাঁচটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করে প্রশাসন। এছাড়া সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। সকালে ভোট শুরু থেকে বিকেল ৪টা পর্যন্ত ৭টি ইউনিয়নের বিভিন্ন ভোট কেন্দ্রে এসব ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সকাল থেকে নোয়াগাঁও ইউনিয়নের হোটাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হোসেন রানার পক্ষে বহিরাগত ছাত্রলীগের নেতাকর্মীরা কয়েক দফায় দখলের চেষ্টা চালায়। এতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কাজী ফরহাদের সমর্থকরা বাধা দেয়। এ নিয়ে কয়েক দফায় দুই পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। উভয়পক্ষ অন্তত ২০/৩০ রাউন্ড গুলি ছুঁড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

atok-pic

অন্যদিকে, দরবেশপুর ইউনিয়নের পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আইয়েননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি ভোট কেন্দ্রে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমানের নেতাকর্মীরা উৎসবের আমেজে নৌকা প্রতীকে ব্যালট পেপারে সিল মেরেছে। প্রিজাইডিং অফিসার ও দায়িত্বপ্রাপ্তরা অসহায় দৃষ্টিতে দেখেছেন।

রামগঞ্জ উপজেলা প্রশাসনের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, প্রকাশ্যে নৌকায় সিল মারা, গোলাগুলি ও অনিয়মসহ বিভিন্ন অভিযোগে পাঁচটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়া ও সহকারী পুলিশ সুপার (সদর) জুনায়েত কাউছার জানান, কেন্দ্রে আধিপত্য বিস্তার, জাল ভোটসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ২০ জনকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। এর মধ্যে কয়েকজনের দণ্ড দেয়া হয়েছে। এছাড়া অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা পুলিশ তৎপর রয়েছে।

প্রসঙ্গত, লক্ষ্মীপুর সদরের চররমনী মোহন, কমলগরের চরকাদিরা ও রামঞ্জের নোয়াগাঁও, ভোলাকোট, দরবেশপুর, ভাটরা ও ভাদুর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

কাজল কায়েস/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।