সিলেটে আরও দুজনের করোনা শনাক্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিলেট
প্রকাশিত: ০৫:৪৯ পিএম, ২১ জুন ২০২৫

সিলেটে নতুন করে আরও দুজনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৯ জনের নমুনা পরীক্ষা করে দুজনের রিপোর্ট পজিটিভ আসে। এ নিয়ে সিলেটে ৯ জন করোনা শনাক্ত হলেন।

শনিবার (২১ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় ৯ জনের নমুনা পরীক্ষার পর দুজনের করোনা শনাক্ত হয়। নতুন করে করোনা সংক্রমণ দেখা দেওয়ার পর থেকে সিলেটে এ পর্যন্ত ৮৭ জনের পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

প্রতিবেদনে আরও জানানো হয়, আক্রান্তদের ৮ জন হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে পাঁচজন, নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে একজন, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে একজন ও আল হারামাইন হাসপাতালে একজন।

আহমেদ জামিল/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।