খুলনায় দেশি-বিদেশি অস্ত্রসহ চারজন গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খুলনা
প্রকাশিত: ০৬:৫১ পিএম, ২১ জুন ২০২৫

খুলনায় অভিযান চালিয়ে অস্ত্রসহ চারজনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। শুক্রবার (২০ জুন) রাত দেড়টা থেকে ভোর ৫টা পর্যন্ত নগরীর টুটপাড়া এলাকায় সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

এসময় তাদের কাছে থেকে একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি, একটি রিভলবার, একটি শটগান ও চার রাউন্ড কার্তুজ, ১০৫ পিস ইয়াবা এবং ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

আটকরা হলেন- মোল্লা বুলবুল (৪৪), তৌহিদুর রহমান (৪২), আরিফ হোসেন (৩১) ও তাসফিকুর রহমান।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারদের বিরুদ্ধে খুলনা থানায় অস্ত্র আইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা হয়েছে। এছাড়া বুলবুলের বিরুদ্ধে তিনটি এবং তৌহিদুরের বিরুদ্ধে একটি মামলা রয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার খোন্দকার হোসেন আহম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, রাতে যৌথবাহিনীর সদস্যরা টুটপাড়া থেকে চারজনকে দেশি-বিদেশি অস্ত্রসহ আটক করে। সকালে তাদের থানায় হস্তান্তর করা হয়।

আরিফুর রহমান/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।