‘বিতর্কিত’ এসআই সুকান্ত দাশ গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খুলনা
প্রকাশিত: ০৬:০২ পিএম, ২৬ জুন ২০২৫
এসআই সুকান্ত দাশ

অবশেষে ‌‘বিতর্কিত’ উপপরিদর্শক (এসআই) সুকান্ত দাশকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) সকালে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে তাকে গ্রেফতার করা হয়।

কেএমপি কমিশনার জুলফিকার আলী হায়দার এ তথ্য নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, খুলনা সদর থানায় কর্মরত থাকা অবস্থায় এসআই সুকান্ত দাশের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর নিপীড়ন ও গণগ্রেফতার চালানোর অভিযোগ ছিল। অভ্যুত্থানের পর তার বিরুদ্ধে একাধিক মামলা হয়। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর সুকান্তকে প্রথমে ঢাকায় ও পরে চুয়াডাঙ্গায় বদলি করা হয়।

কেএমপি কমিশনার জুলফিকার আলী হায়দার জানান, খুলনা সদর থানায় করা বাড়ি ভাঙচুর মামলায় সুকান্ত দাশকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারে বিলম্ব প্রসঙ্গে তিনি বলেন, একজন সরকারি কর্মচারী গ্রেফতার সংক্রান্ত বিধি-বিধান অনুসরণ করতে সময় লেগেছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এর আগে, মঙ্গলবার (২৪ জুন) এসআই সুকান্ত দাশকে মারধর করে খানজাহান আলী থানা পুলিশের কাছে তুলে দেন ফুলবাড়ি গেট এলাকার স্থানীয়রা। পরে রাতেই তাকে ছেড়ে দেয় পুলিশ।

সুশান্ত দাশকে ছেড়ে দেওয়ার প্রতিবাদে বুধবার (২৫ জুন) দুপুর থেকে কেএমপি সদর দপ্তর ঘেরাও করে বিক্ষোভ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদলের নেতাকর্মীরা। একপর্যায়ে তারা দপ্তরের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় এবং সুকান্ত দাশকে গ্রেফতার করতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন।

আরিফুর রহমান/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।