পটিয়ায় ৪ ঘণ্টা ধরে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, যানজট-ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৫:০২ পিএম, ০২ জুলাই ২০২৫

চট্টগ্রামের পটিয়ায় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রত্যাহারের দাবিতে চার ঘণ্টা ধরে মহাসড়ক অবরোধ করে রেখেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এতে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকেপড়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

বুধবার (২ জুলাই) দুপুর পৌনে ১২টা থেকে মহাসড়কের পটিয়ার ইন্দ্রপোল এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এতে মহাসড়কের দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বিকেল ৩টার দিকে ঘটনাস্থলে হাজির হয় র‌্যাব ও সেনাবাহিনী।

ঘটনাস্থলে থাকা পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহান রহমান জাগো নিউজকে বলেন, ‘আমরা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলছি। ঘটনাস্থলে র‌্যাব ও সেনাবাহিনী রয়েছে। বিক্ষোভকারীদের দাবি-দাওয়া জানার চেষ্টা করছি। তাদের দাবিগুলো ঊর্ধ্বতন লেভেলে জানানো হবে। আলাপ-আলোচনার মাধ্যমে অবরোধ তুলে নেওয়ার পদক্ষেপ নেওয়া হবে।’

বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীদের দাবি, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে ধরে পুলিশে দিতে চাইলেও গ্রেফতারে অনীহা দেখায় পুলিশ। পরে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীদের ওপর দুই দফা হামলা চালিয়েছে পুলিশ। এ ঘটনার সুষ্ঠু বিচার ও ওসি নাজমুন নূরকে প্রত্যাহার না করা পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন।

বেলা ১১টার দিকে দেখা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা থানার সামনের মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এসময় বিক্ষোভকারীরা পুলিশের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বিক্ষোভে অংশ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগরের মুখপাত্র ফাতেমা খানমসহ কেন্দ্রীয়, মহানগর ও জেলার নেতারা।

দুপুর ১২টায় দেখা যায়, পটিয়া ইন্দ্রপোল এলাকায় বাইপাসে মূল সড়কে অবস্থান নেন বিক্ষোভকারীরা। এতে মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, জুলাইয়েও শিক্ষার্থীদের ওপর যেভাবে হামলা হয়েছিল, একই কায়দায় এখনো শিক্ষার্থীদের ওপর হামলা হচ্ছে। মঙ্গলবার রাতেও পটিয়া থানার ওসির নেতৃত্বে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে। বুধবার সকালেও আমাদের এক নারী শিক্ষার্থীর ওপর হামলা হয়েছে। পটিয়া থানার ওসির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেও পদক্ষেপ নিতে হবে।

এমডিআইএইচ/এমএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।