খুলনায় খাদ্য পরিদর্শককে অপহরণের অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খুলনা
প্রকাশিত: ০৭:৪০ এএম, ১৪ জুলাই ২০২৫
ছবি- সংগৃহীত

খুলনা চার নম্বর ঘাট এলাকা থেকে সুশান্ত কুমার মজুমদার নামের এক খাদ্য পরিদর্শককে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তার স্ত্রী মাধবী রানী মজুমদার বাদী হয়ে খুলনা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

সুশান্ত কুমার মজুমদার খুলনার সোনাডাঙ্গা থানার বয়রা এলাকার বাসিন্দা। রোববার (১৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে খুলনার চার নম্বর ঘাট এলাকায় ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, খুলনার চার নম্বর ঘাটে ইনচার্জ হিসাবে কর্মরত খাদ্য পরিদর্শক সুশান্ত কুমার মজুমদার রোববার (১৩ জুলাই) সন্ধ্যা ৭টায় কর্মস্থলে মো. রেজা ও বাবু মন্ডল নামক দুইজন এবং তাদের সঙ্গে আরও অপরিচিত তিনজন লোক এসে পুলিশের লোক পরিচয় দিয়ে হ্যান্ডকাফ পরিয়ে মারতে মারতে ট্রলারে উঠিয়ে নিয়ে যায়।

আরও জানা যায়, বাবু মন্ডল কয়েকবার সুশান্ত কুমার মজুমদারের কাছে টাকা দাবি করেন এবং দিতে অস্বীকার করায় বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে আসছেন।

খাদ্য পরিদর্শকের স্ত্রী মাধবী রানী মজুমদারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হোসেন মাসুম বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে কাজ চলছে।

আরিফুর রহমান/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।