রেললাইনে উপড়ে পড়লো গাছ, অল্পের জন্য রক্ষা পেলো চট্টলা এক্সপ্রেস

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ‎মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ১০:০১ এএম, ১৫ জুলাই ২০২৫

পূর্বাঞ্চল রেলওয়ের চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় রেললাইনের ওপর একটি কড়ই গাছ উপড়ে পড়ে। এতে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের প্রায় এক ঘণ্টা ১৫ মিনিট রেল যোগাযোগ বন্ধ ছিল।

সোমবার (১৪ জুলাই) রাত পৌনে ১০টার দিকে কুমিরা স্টেশনে এলাকায় এই ঘটনা ঘটে। কিন্তু গাছটি পড়ার একটু আগেই চট্টলা এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী ট্রেন কুমিরা স্টেশন অতিক্রম করছিল। গাছ পড়ার বিষয়ে জানার সঙ্গে সঙ্গে ট্রেনটিকে সংকেত দিয়ে থামানো হয়। যার কারণে ট্রেনটি বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে যায়।

রেললাইনে উপড়ে পড়লো গাছ, অল্পের জন্য রক্ষা পেলো চট্টলা এক্সপ্রেস

‎স্থানীয়রা জানায়, গাছটি ছিল রেললাইন সংলগ্ন। কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি হওয়ায় কারণে গাছটি উপড়ে পড়ে। পরে রেলওয়ে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় গাছটি কেটে রেললাইন থেকে সরানো হয়।

‎রেললাইনের ওপর গাছ পড়ার বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মোহাম্মদ আশরাফ সিদ্দিক বলেন, গাছটি দীর্ঘদিন ধরে রেললাইনের দিকে হেলে ছিল। কয়েকদিন যাবত প্রচুর বৃষ্টি হওয়ার কারণে গাছের শিকড়ের চারপাশের মাটি সরে যাওয়ায় সেটি উপড়ে পড়ে। কিন্তু গাছটি পড়ার স্থান থেকে কিছু দূরে ছিল চট্টলা এক্সপ্রেস। স্টেশন মাস্টারের দূরদর্শিতার কারণে দ্রুত ট্রেনটি থামানো হয়। যার কারণে বড় ধরনের দুর্ঘটনা থেকে ট্রেনটি রক্ষা পায়। প্রায় ১১টার দিকে রেলওয়ে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় গাছটি রেললাইন থেকে কেটে সরিয়ে ফেলা হয়। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এম মাঈন উদ্দিন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।