মিরসরাই

মুরগিতে দাম বেড়েছে ২০ টাকা, কাঁচামরিচে দেড়শ

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ১২:৪৭ পিএম, ১৮ জুলাই ২০২৫

চট্টগ্রামের মিরসরাইয়ে ব্রয়লার ও সোনালি মুরগির দাম বেড়েছে। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে ২০ টাকা। এছাড়া বাজারে বাড়তি রয়েছে কাঁচামরিচের দামও। সবজির দাম আগের মতো। কিছুটা দাম বেড়েছে নদী ও চাষের মাছের।

খুচরা বিক্রেতারা জানান, নিম্নচাপের কারণে প্রায় দেড় সপ্তাহ ধরে দেশে বৃষ্টি হচ্ছে। এতে বাজারে মুরগি ও কাঁচামরিচের সরবরাহ কিছুটা কমায় দাম বেড়েছে।

উপজেলার বড়তাকিয়া, মিঠাছরা, বড় দারোগাহাটের বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৬০ থেকে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে। আর সোনালি মুরগি ৩০০ থেকে ৩১০ টাকা। এক সপ্তাহ আগে ব্রয়লার মুরগি ১৪০-১৫০ টাকা ও সোনালি মুরগি ২৯০-৩০০ টাকায় বিক্রি হয়েছে। সে হিসাবে সপ্তাহের ব্যবধানে মুরগির দাম বেড়েছে ১০-২০ টাকা। তবে ফার্মের মুরগির ডিমের দাম স্থিতিশীল রয়েছে। প্রতি ডজন ডিম বিক্রি হয়েছে ১৩০ টাকায়।

মুরগিতে বেড়েছে ২০ টাকা, কাঁচামরিচে দেড়শ

কাঁচামরিচের দামও বেড়েছে। বিভিন্ন খুচরা বাজারে প্রতি কেজি কাঁচামরিচ ২২০ থেকে ২৫০ টাকায় বিক্রি হয়েছে। দেড় সপ্তাহ আগে প্রতি কেজি কাঁচামরিচ কেনা যেত ৮০ থেকে ১২০ টাকায়। সে হিসাবে কেজিতে ১২০-১৩০ টাকা দাম বেশি রয়েছে। অবশ্য গত সপ্তাহে কাঁচামরিচের দাম আরও বেশি ছিল সে সময় দাম উঠেছিল সর্বোচ্চ ৩০০ টাকায়।

মায়ানী ইউনিয়নের সৈদালী এলাকার নুরুল করিম বলেন, ‘কাঁচামরিচের দাম এক ধাক্কায় দেড় শ টাকার মতো বেড়েছে। এক সপ্তাহের বেশি সময় এ দামে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে। এটি অস্বাভাবিক। দাম নিয়ন্ত্রণে বাজারে তদারকি বাড়ানো প্রয়োজন।’

স্কুলশিক্ষক ইকবাল হোসেন বলেন, ‘আমাদের অনেক হিসাব করে সংসার চালাতে হয়। বারবার জিনিসপত্রের দাম বাড়লে বেকায়দায় পড়ে যাই। যে সরকার ক্ষমতায় থাকুক, নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে চিন্তা করে না কেউ।’

এম মাঈন উদ্দিন/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।