মিরসরাইয়ে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ১১:১২ এএম, ২৩ জুলাই ২০২৫

চট্টগ্রামের মিরসরাইয়ে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন সালমা আক্তার নামে এক গৃহবধূ। মিরসরাইয়ের বারইয়ারহাট পৌর সদরের বিএম হাসপাতালে সোমবার (২১ জুলাই) রাতে অস্ত্রোপচারের মাধ্যমে তিন সন্তানের জন্ম দেন তিনি।

নবজাতকদের মধ্যে দুইটি ছেলে ও একটি কন্যা সন্তান। সালমা আক্তার চাঁদপুর এলাকার বাসিন্দা।

বিএম হাসপাতাল সূত্রে জানা গেছে, সালমা আক্তার চাঁদপুরে আল্ট্রাসোনগ্রামের মাধ্যমে জানতে পারেন যে তিনি তিনটি বাচ্চা গর্ভধারণ করেছেন। পরবর্তীতে সালমার প্রসব বেদনা উঠলে পরিবারের লোকজন তাকে বারইয়ারহাট পৌরসভার বিএম হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন তার গর্ভে তিনটি বাচ্চা রয়েছে।

পরবর্তীতে অস্ত্রোপচারের মাধ্যমে রাতে তিনটি বাচ্চা প্রসব করেন সালমা। নবজাতকের মধ্যে দুইটি ছেলে ও একটি কন্যা। পরে এনআইসিইউতে অবজারভেশনে রেখে মায়ের কাছে হস্তান্তর করেন। মা ও তিন সন্তান সুস্থ রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. ওসমান গনি রাহাত জানান, নবজাতকগুলো ও মা সুস্থ রয়েছে। সবাইকে মায়ের সঙ্গে রাখা হয়েছে।

এম মাঈন উদ্দিন/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।