বরিশালে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরিশাল
প্রকাশিত: ০৭:৪৭ পিএম, ২৩ জুলাই ২০২৫

বরিশালে কিশোরী ধর্ষণ মামলায় রাসেল শরীফ (৩৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৩ জুলাই) জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রকিবুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত রাসেল শরীফ বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের আলী শরিফের ছেলে।

আদালতের বেঞ্চ সহকারী আজিবর বলেন, ২০১৫ সালের ৭ নভেম্বর ওই কিশোরীকে বসতঘরের পশ্চিম পাশে নিয়ে ধর্ষণ করে রাসেল। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরী বাদী হয়ে রাসেলকে আসামি করে মামলা করে। তদন্ত শেষে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার সাব-ইন্সপেক্টর ২০১৬ সালের ১ জানুয়ারি আদালতে চার্জশিট দেন। পরে বিচারক আটজনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় রাসেলকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

শাওন খান/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।