সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২


প্রকাশিত: ১০:৩১ এএম, ১২ জুন ২০১৬

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার ভোরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডা-ঝাঐল ওভারব্রিজের মাঝামাঝি এলাকা এবং সকালে বানিয়াগাতী এলাকায় পৃথক দুটি ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কামারখন্দ উপজেলার চালা শাহবাজপুর গ্রামের বৎস্য হালদারের ছেলে পামোছা হালদার (২৬) ও পিকআপ ভ্যানের হেলপার সোহাগ (২৫)।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাজু আহম্মেদ জানান, সকালে কামারখন্দের বিভিন্ন এলাকার বেশ কিছু ব্যবসায়ী পিকআপ ভ্যানে মহিষলুটি মাছের আড়তে যাচ্ছিলেন। পথিমধ্যে ভদ্রঘাট-বানিয়াগাতী এলাকার মাঝামাঝি স্থানে পৌঁছার পর অপর একটি যানবাহনকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান দিকের গাছে গিয়ে ধাক্কা খায় পিকআপটি। এ সময় চালকসহ আট মাছ ব্যবসায়ী আহত হন।

আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় পামোছা মাঝি মারা যান।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি কাভার্ড ভ্যান একই দিক থেকে আসা সিমেন্টবোঝাই অপর একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে দুটি যানবাহনের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে ট্রাকটি উল্টে খাদে পড়ে যায় এবং কাভার্ড ভ্যানটি দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় অন্তত তিনজন আহত হন।

খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থকে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গুরুতর আহত কাভার্ড ভ্যানের হেলপার সোহাগ মারা যান।

বাদল ভৌমিক/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।