উচ্চপদস্থ ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে আদালতের দ্বারস্থ বৃদ্ধ বাবা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ০৪:০৩ পিএম, ২৬ আগস্ট ২০২৫

চট্টগ্রামের মিরসরাইয়ে বৃদ্ধ অসুস্থ বাবাকে বসতভিটা থেকে উচ্ছেদ করে সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। অতিষ্ঠ হয়ে ভুক্তভোগী বাবা মামলা করেছেন আদালতে। মামলা তদন্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৬ আগস্ট) চট্টগ্রাম ৩য় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবাল শুনানি শেষে এ আদেশ দেন।

অভিযুক্ত সাইনুর ইসলাম চৌধুরী সুফল (৩৭) চট্টগ্রাম ইপিজেডের ইয়ংওয়ান ফ্যাক্টরিতে কর্মরত। অভিযোগকারী বাবা মফিজুল ইসলাম চৌধুরী (৭০) মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের মধ্যম মঘাদিয়া তিনঘরিয়া টোলা আমির বক্স মিয়া বাড়ির বাসিন্দা।

মানবাধিকার আইনজীবী জিয়া হাবিব আহসান বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্ত বর্তমানে চট্টগ্রাম ইপিজেডে কোরিয়ান প্রতিষ্ঠান ‘ইয়ংওয়ান’-এ উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে কর্মরত। বিদেশে কর্মরত অবস্থায় বাদী তার কষ্টার্জিত অর্থ ব্যয়ে ছেলেকে পোর্ট সিটি বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং পড়াশোনার সুযোগ করে দেন।

অভিযোগে বলা হয়, দীর্ঘদিন ধরে আসামি বিভিন্ন বেআইনি দাবিতে বাদীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছে। একপর্যায়ে ২০১৭ সালে নির্যাতনের কারণে বাদী অনিচ্ছাসত্ত্বেও বাজারমূল্য প্রায় ৭০ লাখ টাকার ২৪ শতক জমি আসামির নামে রেজিস্ট্রি করে দিতে বাধ্য হন। এছাড়া বাদীর কাছ থেকে ৫ লাখ টাকা ধার নিয়ে তা আত্মসাৎ করেন।

সম্প্রতি ঘরভিটা অভিযুক্তের নামে রেজিস্ট্রি দিতে বলেন অন্যথায় ২০ লাখ টাকা দাবি করে বাদীকে হুমকি দেন অভিযুক্ত। টাকা দিতে অস্বীকৃতি জানালে গত ৪ জুলাই সকালে বাদীর ওপর হামলা চালান ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। আশপাশের লোকজন এগিয়ে এলে প্রাণে রক্ষা পান বাদী। এসময় আসামি ভিটেমাটি থেকে উচ্ছেদের হুমকি দেন তাকে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, আসামি বৃদ্ধ বাবার ভরণপোষণ না দিয়ে উল্টো নিয়মিত হুমকি দিয়ে আসছে। এতে বাদী বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এম মাঈন উদ্দিন/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।