৬৭ হাজারে বিক্রি হলো এক পাঙাশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৫:২৪ পিএম, ২৬ আগস্ট ২০২৫
মাছটির ওজন ২৫ কে‌জি ৩০০ গ্রাম/ছবি-জাগো নিউজ

রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দৌলত‌দিয়ায় পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ২৫ কে‌জি ৩০০ গ্রাম ওজনের এক‌টি পাঙাশ। মাছ‌টি ঢাকায় ৬৭ হাজার টাকায় বি‌ক্রি হয়েছে।

মঙ্গ‌লবার (২৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে দৌলত‌দিয়া কলাবাগান এলাকার পদ্মা নদীতে মাছ‌টি ধরা পড়ে।

স্থানীয় সূত্র জানায়, ওই জেলের নাম ওমর হালদার। তিনি মাছ‌টি দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাট এলাকার কেসমত সরদারের মৎস্য আড়তে নিয়ে আসেন। পরে উন্মুক্ত নিলামে দুই হাজার ৬০০ টাকা কে‌জি দরে ৬৫ হাজার ৭০০ টাকায় মাছটি কিনে নেন ব্যবসায়ী চান্দু মোল্লা।

৬৭ হাজারে বিক্রি হলো এক পাঙাশ

দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার চান্দু মোল্লা মৎস্য আড়তের মা‌লিক চান্দু মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রতিকেজিতে ৫০ টাকা লাভে ৬৭ হাজার টাকায় ঢাকার এক বড় ব্যবসায়ীর কাছে পাঙাশ মাছটি বিক্রি করেছি। দুপুরে মাছটি ডেলিভারি দেওয়া হয়।

রুবেলুর রহমান/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।