নেত্রকোনায় পাল্টাপাল্টি হামলায় দু’জনকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ১১:১২ এএম, ৩১ আগস্ট ২০২৫

নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি এলাকায় পূর্বশত্রুতার জেরে সাবেক এক ইউপি সদস্যসহ দুইজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (৩০ আগস্ট) রাত ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ইউপি সদস্য দোজাহান মিয়া ও রফিকুল ইসলাম রফিকের বিরোধ চলছিল। রফিকের আসনউড়া বাজারে ওষুধের দোকান রয়েছে। এছাড়াও তিনি গভীর নলকূপ বসানোর কাজ করেন। এ নিয়ে ইউপি সদস্যের দোজাহানের সঙ্গে বিরোধ চলছিল।

ওই বিরোধের জেরে শনিবার রাত ১১টার দিকে জেলা সদরের মৌগাতি ইউনিয়নের জামাটি গ্রামের সাবেক ইউপি সদস্য দোজাহান মিয়া জেলা বিএনপির কাউন্সিল থেকে ফেরার পথে প্রতিপক্ষের লোকজন তেলিগাতি এলাকায় কুপিয়ে মারাত্মক আহত করে। পরে তাকে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরে খবর ছড়িয়ে পড়লে প্রতিপক্ষের মাহতাব উদ্দীন লোকজন নূর মোহাম্মদের বাড়িতে হামলা চালায়। হামলায় নূর মোহাম্মদ, তার মা মনোয়ারা বেগম, মোফাজ্জল মিয়া, রফিক আহত হন। পরে আহতদের হাসপাতালে নিয়ে গেলে নূর মোহাম্মদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ ইউপি সদস্য দোজাহান ও নূর মোহাম্মদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কামাল হোসেন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।