শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধকে জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৭:৫৮ এএম, ০৮ সেপ্টেম্বর ২০২৫

ফরিদপুরে নয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৭০ বছরের এক বৃদ্ধকে জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। এসময় ওই বৃদ্ধকে হাতেনাতে আটক করে স্থানীয়রা। পরে ৯৯৯-এর মাধ্যমে পুলিশকে জানানো হয়। স্থানীয়রা উত্তেজিত হয়ে ওই বৃদ্ধের গলায় জুতার মালা পরিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

শিশুটি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। অভিযুক্ত ওয়াজেদ শেখ ফরিদপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

শিশুটির মা অভিযোগ করে বলেন, ছোট্ট মেয়েটিকে একা পেয়ে ওই বৃদ্ধ ধর্ষণ করে। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধকে আটক করে থানায় নিয়ে আসা হয়। শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এন কে বি নয়ন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।