খুলনায় স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগে স্বামী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খুলনা
প্রকাশিত: ১২:০৫ পিএম, ২৩ অক্টোবর ২০২৫

খুলনা মহানগরীর লবণচরায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে লবণচরা থানাধীন সবুজ পল্লি এলাকার ৪ নম্বর কাশেম সড়কে এ ঘটনাটি ঘটে।

নিহত গৃহবধূর নাম ডলি বেগম (৪৫)। তিনি আটক মো. নাজমুল হাসান মোল্লার (৫৫) স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে সকালে স্বামী নাজমুল হাসান মোল্লা ফল কাটার ছুরি দিয়ে স্ত্রীকে গলা কেটে হত্যা করে। পরে প্রতিবেশীরা চিৎকার শুনে এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় ডলিকে দেখতে পান। এসময় ক্ষুব্ধ এলাকাবাসী নাজমুল হাসানকে ধরে গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখে ও পুলিশকে খবর দেয়।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হোসেন মাসুম বলেন, পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে নাজমুল হাসান মোল্লা। তাকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরিফুর রহমান/এমএন/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।