সাড়ে ৪ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক


প্রকাশিত: ০৮:৪৪ এএম, ২০ জুন ২০১৬

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোল চত্ত্বর এলাকায় লাইনচ্যুত মালবাহী ট্রেনের ২টি বগি উদ্ধার করা হয়েছে। ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন হাড়িয়াল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শেষ করলে সাড়ে ৪ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

এদিকে এ ঘটনায় পাকশি রেলওয়ে জোনের প্রধান পরিবহন কর্মকর্তা শওকত জামিলকে প্রধান করে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের ৭ কর্ম দিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

এ বিষয়ে সিরাজগঞ্জ রেলওয়ে থানা পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইকবাল জানান, পাথর বোঝাই মালবাহী ওই ট্রেনটি কুষ্টিয়ার দর্শনা থেকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে পৌঁছে পাথর নামানোর পর ফিরে যাওয়ার সময় ট্রেনটির ৪নং ও ৬নং বগি লাইনচ্যুত হয়। এরপর থেকেই এই পথে সারা দেশের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।

ফলে সেতুর দুই পাশসহ বিভিন্ন স্টেশনে আটকা পড়ে কোলকাতাগামী মৈত্রী, রাজশাহীগামী ধুমকেতু ও ঢাকাগামী সিল্কসিটিসহ বেশ কয়েকটি ট্রেন। খবর পেয়ে উদ্ধারকারী ট্রেনটি এসে উদ্ধার তৎপরতা শুরু করে। দুপুর ১টার দিকে বগি দুটি উদ্ধার করা হয়। পরে তা সরিয়ে ফেললে দুপুর দেড়টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

মাসুদ পারভেজ/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।