পায়রার এক ইলিশ বিক্রি হলো ৯৫০০ টাকায়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৮:৪০ পিএম, ১৯ নভেম্বর ২০২৫
ইলিশ মাছটির ওজন দুই কেজি ৪০০ গ্রাম

বরগুনার পায়রা নদীতে জেলের জালে ধরা পড়েছে দুই কেজি ৪০০ গ্রাম ওজনের এক ইলিশ। মাছটি ৯ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে তালতলী উপজেলায় সাগর মোহনার কাছাকাছি নকরী এলাকায় জেলে আবুল হোসেনের জালে মাছটি ধরা পড়ে।

তালতলী মাছ বাজারের পাইকারি মৎস্য ব্যবসায়ী আল-আমীন জানান, তিনি আড়ত থেকে নিলামে ৯ হাজার ৫০০ টাকা দিয়ে মাছটি কেনেন। এটি ঢাকার যাত্রাবাড়ী মৎস্য বাজারে পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন। তার আশা, ঢাকায় মাছটি ১২ হাজার টাকায় বিক্রি করতে পারবেন।

নুরুল আহাদ অনিক/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।