কিশোরগঞ্জে বিএনপি নেতা সোহেলসহ ৩ জনের কারাদণ্ড


প্রকাশিত: ০৯:৫৭ এএম, ২৬ জুন ২০১৬

হারতাল-অবরোধের সময় গাড়ি ভাঙচুর ও নাশকতার মামলায় কিশোরগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল ওরফে ভিপি সোহেলসহ তিনজনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সময় ওই অভিযোগে অপর ২০ আসামিকে বেকসুর খালাস দেয়া হয়।

কিশোরগঞ্জ দ্রুত বিচার আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলাউল আকবর রোববার দুপুরে এ রায় দেন।

রায়ে খালেদ সাইফুল্লাহ সোহেলসহ অপর দুই আসামি রাজিব আহমেদ আসাদ ও জহিরুল ইসলাম আফরানকে তিন বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড দেয়া হয়। দণ্ডপ্রাপ্ত আসামিরা পলাতক।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, বিএনপি-জামায়াত জোটের হরতাল-অবরোধে শহরের আখড়াবাজার এলাকায় গাড়ি ভাঙচুরের ঘটনায় ২০১৩ সালের ২২ জুন ভিপি সোহেলসহ ২৪ জনকে আসামি করে এসআই মেহেদী হাসান বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন।

দীর্ঘ তদন্ত শেষে একই বছরের ১ জুলাই আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন এসআই এমদাদুল হক।

রাষ্ট্রপক্ষে অ্যাড. আতিকুল ইসলাম বুলবুল এবং আসামিপক্ষে অ্যাড. আসাদ রেজা ও অ্যাড. বদরুল মোমেন মিঠু মামলা পরিচালনা করেন।

নূর মোহাম্মদ/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।