নিরাপত্তা ব্যবস্থা না থাকলে নির্বাচন বাধাগ্রস্ত হবে: জাকসু ভিপি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) সহসভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু বলেছেন, নিরাপত্তা ব্যবস্থা না থাকলে নির্বাচন বাধাগ্রস্ত হবে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদ বেদিতে শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন।
আব্দুর রশিদ জিতু বলেন, বর্তমানে বাংলাদেশে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আমাদের বিভিন্ন শঙ্কা আছে। আমরা দেখেছি বিগত কয়েক মাসে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেকগুলো গুপ্তহত্যা হয়েছে।
তিনি বলেন, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে, আইনশৃঙ্খলা উন্নতি করার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা বা সংশ্লিষ্ট যারা আছেন তারা কাঙ্ক্ষিত ফলাফল দিতে পারেননি। আমরা দেখেছি অনেকে নিরাপত্তা শঙ্কায় ভুগছেন। বিশেষ করে চব্বিশের গণঅভ্যুত্থানে যারা সম্মুখ সারির যোদ্ধা ছিলেন, তাদের কিন্তু বিভিন্নভাবে টার্গেট কিলিং করা হচ্ছে।
জাকসু ভিপি বলেন, বিশেষ করে আগামীতে আমাদের যে বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন, নির্বাচনের আগমুহূর্তে দেশে যদি এরকম অবস্থা থাকে, নিরাপত্তা ব্যবস্থা না থাকে আগামীতে জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত হবে। চব্বিশের গণঅভ্যুত্থানের পরে আমরা যে কাঙ্ক্ষিত নির্বাচন চেয়েছিলাম, সেটি প্রত্যাশা অনুযায়ী পূরণ হবে না।
এ সময় জাকসুর অন্যান্য নেতারা তার সঙ্গে উপস্থিত ছিলেন।
মাহফুজুর রহমান নিপু/এনএইচআর/জেআইএম