ভিয়েতনামের রাষ্ট্রদূত সাহাব উল্যাহ`র মায়ের ইন্তেকাল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:০৮ এএম, ২৮ জুন ২০১৬

নোয়াখালীর সোনাইমুড়ী অন্ধ কল্যাণ সমিতি আই হসপিটালের সভাপতি ও ভিয়েতনামের রাষ্ট্রদূত সাহাব উল্যাহ`র মা মাহমুদা খানম (৯০) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

সোমবার রাত ৮ টার সময় সোনাইমুড়ী উপজেলার চাষীরহাট ইউনিয়নের সাহারপাড় গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় নামাজে জানাযা শেষে তাকে পারিববারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় এলাকার বিভিন্ন স্তরের মুসল্লি অংশগ্রহণ করেন।

তার মৃত্যুতে সোনাইমুড়ী অন্ধ কল্যাণ সমিতি আই হসপিটালের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভূঁইয়াসহ কমিটির নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

মিজানুর রহমান/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।