মির্জাপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত গ্রেফতার


প্রকাশিত: ০৪:০৫ পিএম, ৩০ জুন ২০১৬
প্রতীকী ছবি

টাঙ্গাইলের মির্জাপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার গোড়াই ইউনিয়নের ধেরুয়া রেল ক্রসিং এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত রাম দা, চাপাতি, শাবল, রশি ও কাতানি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামের আবুল কাশেমের ছেলে সুমন (৩০) সুজন (২৩), একই গ্রামের আলমগীরের ছেলে লিটন মিয়া (২৫), ময়নাল ড্রাইভারের ছেলে মো. জাহিদ মিয়া (২৮), কাইয়ুম সিদ্দিকীর ছেলে আরিফ সিদ্দিকী (৩৫), গোড়াই ইউনিয়নের গোড়াই গন্ধব্যপাড়া গ্রামের পাহাল শিকদারের ছেলে শাজাহান শিকদার (৩০), একই ইউনিয়নের ধেরুয়া গ্রামের ঠান্ডু মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৩০) ও মির্জাপুর পৌর এলাকার কান্ঠালিয়া গ্রামের প্রফুল্ল শীলের ছেলে বুদ্দু শীল (৩৫)।

পুলিশ জানায়, ভোরে ডাকাতদল মহাসড়কের ধেরুয়া এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

এ ব্যাপারে মির্জাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন বিষয়টি স্বীকার করে বলেন, দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

আরিফ উর রহমান টগর/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।