অষ্টগ্রামে দুই চেয়ারম্যান সমর্থকদের মধ্যে সংঘর্ষ : পুলিশের গুলি


প্রকাশিত: ০২:২৪ পিএম, ০১ জুলাই ২০১৬

কিশোরগঞ্জের অষ্টগ্রামে সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনের জের ধরে নির্বাচিত ও পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। এসময় বাজারের বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেয়ার অভিযোগ উঠেছে।

শুক্রবার দুপুরে উপজেলার আদমপুর ইউনিয়নের আদমপুর বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১২ রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এলাকাবাসী জানায়, বাজারে পটকা ফোটানোকে কেন্দ্র করে আদমপুর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মন্নাফ মিয়া ও পরাজিত চেয়ারম্যান ফজলুল করিম বাদলের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টাব্যাপী দফায় দফায় সংঘর্ষের সময় বাজারের ১৫/২০টি দোকানে আগুন দেয়া হয়।

অষ্টগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

নূর মোহাম্মদ/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।