ভূঞাপুরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ভূঞাপুর লিং রোডে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত মাইক্রোবাসের চালক নিহত হয়েছেন। সোমবার বিকেল সাড়ে ৩টায় এ ঘটনা ঘটেছে।
এঘটনায় মাইক্রোবাসে থাকা আরো তিনজন আহত হয়েছেন। নিহত ও আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান জানান, বিকেলে ঢাকাগামী একটি মাইক্রোবাস ভূঞাপুরে লিং রোডে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা উত্তরবঙ্গগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক নিহত হন।
আরিফ উর রহমান টগর/ এমএএস/পিআর