নোয়াখালীর ২৫ গ্রামে ঈদুল ফিতর পালিত হবে বুধবার
সৌদি আরবসহ আরব অামিরাতের বিভিন্ন দেশের সাথে মিল রেখে প্রতি বছরের ন্যায় এবারো নোয়াখালীর ২৫টি গ্রামের বেশ কিছু পরিবার এক দিন আগেই ( বুধবার) পবিত্র ঈদুল ফিতর পালন করবে। সকালে বিভিন্ন এলাকার জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
নোয়াখালীতে আগাম ঈদ পালন করতে যাওয়া গ্রামগুলো হলো ; বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউপির বসন্তেবাগ গ্রাম, চাদঁকাশিমপুর, তিতাহাজরা, ফাজিলপুর, জিরতলী ইউপির বারইচতল গ্রাম, মহেশপুর, আলাইয়ারপুর ইউপির মিয়াপুর গ্রাম, কুতুবপুর ইউপির কুতুবপুর গ্রাম, নরোত্তমপুর ইউপির নরোত্তমপুর গ্রাম, দুর্গাপুর ইউপির দুর্গাপর গ্রাম। এছাড়া জেলার সদর উপজেলার কালিতারা, জয়কৃষ্ণপুর, অশ্বদিয়া, পশ্চিম মহাদেবপুর উল্লেখযোগ্য।
স্থানীয়রা জানান তারা চট্রগ্রামের সাতকানিয়ার মির্জাখিল দরবার শরীফ (চাঁদ টুপি) পীর সাহেবের অনুসারী হয়ে বিগত ২শ বছর ধরে এভাবে আগাম ঈদ পালন করে আসছে।
মিজানুর রহমান/এসকেডি