রাজশাহীতে পুলিশ-ছাত্রদল সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
রাজশাহী নগরীর হেতেমখাঁ এলাকায় পুলিশের সঙ্গে অবরোধকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬ টায় এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কেউ হতাহত না হলেও ইব্রাহিম নামের একজনকে আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৬ টায় অবরোধের সমর্থনে হেতেমখাঁ সবজিপাড়া এলাকা থেকে একটি মিছিলের চেষ্টা করে ২০ দলীয় জোট সমর্থকরা। মিছিলটি সদর হাসপাতালের মোড়ে এলে পুলিশ তাদের বাধা দিলে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম জানান, সন্ধ্যায় অবরোধের সমর্থনে ২০ দলীয় জোটের নেতা-কর্মীরা মিছিল বের করার চেষ্টা করে। এসময় পুলিশ তাদের বাধা দিলে অবরোধের সমর্থনকারীরা ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ করতে থাকে। এসময় পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
তিনি জানান, একটি ককটেল পুলিশের গাড়ির ওপর বিস্ফোরণ হয়েছে। তবে এতে কেউ আহত হননি। পুলিশ একজনকে গ্রেফতার করে বোয়ালিয়া থানায় নিয়ে গেছে।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নূর হোসেন জানান, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটকের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছলে পুলিশকে লক্ষ্য করে একটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় ইব্রাহিম (৩২) নামে এক ছাত্রদলকর্মীকে আটক করা হয়। ইব্রাহিম গোদাগাড়ী উপজেলার আজাহার আলীর ছেলে।