সিরাজগঞ্জে বৃদ্ধ ও নারীর মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জের শাহজাদপুর থানা পুলিশ পৃথক স্থান থেকে এক বৃদ্ধ ও যুবতীর মরদেহ উদ্ধার করেছে। এর মধ্যে বৃদ্ধকে জবাই করে এবং নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
নিহত আব্দুস সালাম (৫৫) রতনকান্দি হাবিবুল্লাহ নগরের কোরবান আলীর ছেলে। অপরজনের পরিচয় জানা যায় নি।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার রাতে আব্দুস সালাম বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। রোববার সকালে বাড়ির অূরে রাউতলা বাঁধের কাছে জবাই করা একটি মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। আব্দুস সালামের পরিবার মরদেহটি দেখে শনাক্ত করেন।
অপরদিকে রোববার সকালে উপজেলার যমুনা নদীর চর শালিকা এলাকায় এক নারীর মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে। ওই নারীর পরিচয় পাওয়া যায়নি।
এ ব্যাপারে শাহজাদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ উদঘাটন করার জন্য ইতোমধ্যে তদন্ত শুরু করা হয়েছে। এ ব্যাপারে থানায় পৃথক মামলা হয়েছে।
বাদল ভৌমিক/এসএস/এমএস