সুনামগঞ্জে বিএনপির কর্মীসহ আটক ৩১


প্রকাশিত: ০৭:০৬ এএম, ০৮ জানুয়ারি ২০১৫

সুনামগঞ্জ জেলা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিএনপির এক কর্মীসহ ৩১ জনকে গ্রেফতার করেছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সংশ্লিষ্ট ১২টি থানার পুলিশ এ অভিযান চালায়। গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ও পলাতক আসামি বলে জানায় পুলিশ। তবে তাদের নাম ঠিকানা পাওয়া যায়নি।

জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুন অর-রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের লক্ষে অপরাধী ধরতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।