মেঘনার ভাঙনে লক্ষ্মীপুরে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন


প্রকাশিত: ০৯:৩৩ এএম, ২৪ জুলাই ২০১৬

লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীর ভয়াবহ ভাঙনে হাজিরহাট-কাদিরপন্ডিতের হাট সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

এতে উপজেলা সদর হাজিরহাটের সঙ্গে কাদিরপান্ডিতের হাট, চৌধুরীরহাট, নাছিরগঞ্জ, মুন্সিরহাট ও মতিরহাটের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। বর্তমানে চরলরেন্স হয়ে বিকল্প পথে চলাচল করতে হচ্ছে ওইসব এলাকার লোকজনকে।

বর্ষার শুরুতে কাদিরপান্ডিতের হাট এলাকায় ভাঙন দেখা দেয়। ভাঙনের মুখে পড়ে কাদিরপন্ডিতের হাট-হাজিরহাট সড়ক। গত তিন দিনের ভয়াবহ ভাঙনে ওই সড়কের দিঘিরপাড় অংশ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। ভাঙনের কারণে কাদিরপন্ডিতের হাট বাজারের দোকানপাটগুলো সরিয়ে নেয়া হচ্ছে।

স্থানীয়রা জানায়, বর্ষার শুরুতে মেঘনার ভাঙন ভয়াবহ রূপ নেয়। গত ১০/১২ দিনে ভাঙন ধেঁয়ে আসে বাজারে। বাজারের কিছু দোকানঘর নদীতে বিলীন হয়ে গেছে। ভেঙে যায় বাজারে প্রবেশের অর্ধেক রাস্তা। গত তিনদিনের ভাঙনে সম্পূর্ণ রাস্তা (দীঘিরপাড় অংশ) বিচ্ছিন্ন হয়ে গেছে।

সাহেবেরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল খায়ের সড়ক বিচ্ছিন্ন হওয়ার বিষষটি নিশ্চিত করে বলেন, এ সড়ক দিয়ে প্রতিদিন ট্রাক, পিকআপ, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলসহ শত-শত যানবাহন চলাচল করতো। ভাঙনে এখন সড়ক বিচ্ছিন্ন। যে কারণে উপজেলা সদরের সঙ্গে সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।   

প্রসঙ্গত, মেঘনা নদীর ভয়াবহ ভাঙনে কমলগরের রাস্তা-ঘাট, ঘর-বাড়ি, হাটবাজার, শিক্ষা প্রতিষ্ঠান, আশ্রয়ণকেন্দ্র ও ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে রয়েছে সরকারি-বেসরকারি বহু স্থাপনা।

কাজল কায়েস/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।