কুমিল্লায় প্রাণ-এর কাভার্ড ভ্যানে আগুন


প্রকাশিত: ০৫:৪৯ এএম, ১৩ জানুয়ারি ২০১৫

কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার পৌর-এলাকার চাপানগরে সোমবার রাত ৯টার দিকে প্রাণ-আরএফএল গ্রুপের একটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

কাভার্ড ভ্যানের চালক সেলিম জানান, জেলার মুরাদনগর উপজেলা এলাকায় পণ্য সামগ্রী পৌঁছে দিয়ে কাভার্ড ভ্যানটি (ঢাকা মেট্রো-অ-১৪-১০৫৬) কুমিল্লায় যাচ্ছিল। ভ্যানটি চাপানগরে পৌঁছালে দুর্বৃত্তরা রাস্তায় গাছ ফেলে অবরোধ করে এবং আগুন লাগিয়ে পালিয়ে যায়।

তাৎক্ষণিকভাবে দেবিদ্বার থানা পুলিশ, স্থানীয় জনগণ ও মুরাদনগর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। এঘটনায় কাভার্ড ভ্যানের সামনের অংশ সম্পূর্ণ পুড়ে গেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।