ভাষণ দিয়ে ধর্মীয় উগ্রবাদীদের পরাস্ত করা যাবে না


প্রকাশিত: ০৮:৪০ এএম, ২৯ জুলাই ২০১৬

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়েদুল কাদের বলেছেন, ভাষণ দিয়ে ধর্মীয় উগ্রবাদীদের ভয়ংকর অবস্থানে ফাটল ধরানো ও দুর্বল করা যাবে না। অ্যাকশন প্ল্যান নিতে হবে। আর সেটা নিতে হবে রাজনৈতিকভাবে।

শুক্রবার বেলা পৌনে ১১ টায় লক্ষ্মীপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সেতুমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সাম্প্রদায়িক উগ্রবাদীরা সাংগঠনিকভাবে শক্তিশালী। তারা অস্ত্রবলে, অর্থবলে ও সাংগঠনিকবলে ভয়ংকর অবস্থান তৈরি করেছে সক্ষমতার দিক দিয়ে। আমরা যদি মনে করি শব্দ বোমা, বিবৃতি ও ভাষণের বোমা ফাটিয়ে এদের অবস্থানে বড় ধরনের ফাটল ধরানো যাবে তা সঠিক নয়।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। তার পাশে দাঁড়াতে হবে। বিচ্ছিন্ন দুর্বল ছোট-ছোট প্রতিবাদ করে কোনো কাজ হবে না।

নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আমি যতটা জানি অনেক শিক্ষা-প্রতিষ্ঠান আছে যেখানে জাতীয় সংগীতের পরিবর্তে গজল গাওয়ার রেওয়াজ চালু রয়েছে। আপনারা কি এসব খবর রাখেন; তলে তলে এসব কাজ যে হচ্ছে? বাংলাদেশের শত-শত শিক্ষা-প্রতিষ্ঠানে জাতীয় সংগীত গাওয়া হয় না। জাতীয় পতাকা উত্তোলন করা হয় না।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন-লক্ষ্মীপুর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কংকন চাকমা, পুলিশ সুপার আসম মাহতাব উদ্দিন, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলার চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুরুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস প্রমুখ।

কাজল কায়েস/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।