সাগর উত্তাল থাকায় পায়রা বন্দরে পণ্য খালাস স্থগিত


প্রকাশিত: ০২:১৪ পিএম, ০১ আগস্ট ২০১৬

দেশের তৃতীয় পায়রা সমুদ্র বন্দরের বহির্নোঙ্গরে স্বল্প পরিসরে পণ্য খালাস কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও সাগর উত্তাল থাকায় তা সম্ভব হয়নি।

ফলে বহির্নোঙ্গরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া লাইটার জাহাজ দুটি আবারও পায়রা বন্দরে ফিরে আসছে। সোমবার বিকেল ৫টায় পণ্য খালাস স্থগিত করা হয়।

পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, সোমবার বেলা আড়াইটায় লাইটার জাহাজ এমভি পেয়ারা-৬ এবং এমভি বাংলার সৈনিক-৫ পায়রা বন্দর থেকে গভীর সমুদ্রে যাত্রা করে। তবে বিকেল ৬টার দিকে আবহাওয়া খারাপ হওয়ায় পোর্ট কর্তৃপক্ষের রেডিও বার্তা পেয়ে লাইটার জাহাজ দুটি আবারও পায়রা বন্দরের উদ্দেশ্যে ফিরে আসে।

Patuakhali

এমভি বাংলার সৈনিক-৫ এর মাস্টার আজিজুর রহমান জানান, রাত সাড়ে ৮টা নাগাদ জাহাজ দুটি পায়রা বন্দরে পৌঁছাবে। আবহাওয়া ভালো হলে এবং বন্দর কর্তৃপক্ষের অনুমতি পেলে আবারো পণ্য খালাসের উদ্দেশ্যে তারা বহির্নোঙ্গরে রওনা করবে।
 
এর আগে বিকেল ৩টা ৫১ মিনিটে এমভি ফরচুন বার্ড নামের একটি বাণিজ্যিক জাহাজ ৫৩ হাজার টন পাথর নিয়ে বাংলাদেশের সমুদ্র সীমানায় নোঙ্গর করে। জাহাজটি গত ২৯ জুলাই চীন থেকে রওনা হয়।

উল্লেখ্য, মাদার ভ্যাসেল জাহাজে থাকা আমদানিকৃত ৫৩ হাজার পাথরের পুরোটাই ‘ক্রাসিং স্টোন’, যার বেশির ভাগই পদ্মা সেতু নির্মাণে ব্যবহার হবে।

এমএএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।