কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির আটক
কিশোরগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমির মোসাদ্দেক হোসেন ভূঁইয়াকে আটক করেছে পুলিশ।
রোববার সন্ধ্যা সোয়া ৬টার দিকে জেলা শহরের নীলগঞ্জ রোড থেকে তাকে আটক করা হয়। আটক মোসাদ্দেক হোসেন ভূঁইয়া জেলা শহরের ওয়ালী নেওয়াজ খান কলেজের সাবেক শিক্ষক ছিলেন, বেসরকারি একটি কৃষি কলেজের প্রতিষ্ঠাতা এবং কিশোরগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমির।
কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মুর্শেদ জামান মোসাদ্দেক ভূঁইয়াকে আটকের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, কিশোরগঞ্জ থানায় দ্রুত বিচার আইনে দায়ের হওয়া একটি মামলায় সন্দেহজনকভাবে তাকে আটক করা হয়েছে।
নূর মোহাম্মদ/এএম/এবিএস