স্বাভাবিক হয়নি দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল


প্রকাশিত: ০৮:৪৩ এএম, ০৯ আগস্ট ২০১৬

রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল আজ মঙ্গলবারও স্বাভাবিক হয়নি। চারটি ঘাটের মধ্যে মাত্র একটি ঘাট দিয়ে সীমিত আকারে ফেরি চালু থাকলেও বন্ধ রয়েছে বড় ফেরিগুলো।

৫টি ছোট ফেরিতে ওই ঘাট দিয়ে পারাপার হচ্ছে ব্যক্তিগত গাড়ি, অ্যাম্বুলেন্স ও যাত্রীরা। তবে ট্রাক বা যাত্রীবাহী বাস পারাপার করতে দেখা যায়নি। এছাড়া দৌলতদিয়া প্রান্তে ঢাকা-খুলনা সড়কের পাশ দিয়ে প্রায় ৪ কিলোমিটারের বেশি রাস্তা জুড়ে যাত্রীবাহী বাস তেমন না থাকলেও কয়েশ পণ্যবাহী ট্রাকের সারি লক্ষ করা গেছে।

এদিকে ভাঙন ঠেকাতে প্রবল স্রােতের মধ্যেই বালুর বস্তা, বাঁশ ও কাঠের গুঁড়ি ফেলে কাজ চালিয়ে যাচ্ছে বিআইডব্লিউটিসি  ও বিআইডব্লিউটিএ। ৪নং ঘাটটি সচল করতে সড়ক ও জনপথ বিভাগ তাদের কাজ চালিয়ে যাচ্ছে।

আটকা পড়া পণ্যবাহী ট্রাকের চালকরা জানান, তারা দেশের বিভিন্ন স্থান থেকে পণ্য নিয়ে ঢাকায় যাওয়ার জন্য দৌলতদিয়া ঘাটে এসেছিল। কিন্তু আজ চার/পাঁচ দিন বসে থাকার পরও নদী পার হতে পারেনি। কাছে থাকা টাকা পয়সা শেষ হওয়াতে মহাজনের কাছ থেকে বিকাশে টাকা এনে খাওয়া দাওয়া চলছে।

বিআইডব্লিউটিসির সহকারী পরিচালক মো, রুহুল আমিন জানান, দৌলতদিয়ার ৪টি ঘাটের তিনটি বন্ধ ও একটি ৩ নম্বর ঘাট দিয়ে সীমিত আকারে ছোট গাড়ি পারাপার হচ্ছে। ৪ নম্বর ঘাটের কাজ চলছে। আশা করা যায় খুব দ্রুত ৪ নম্বর ঘাটটি চালু করা সম্ভব হবে।

রুবেলুর রহমান/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।