দৌলতদিয়ায় চার নম্বর ফেরিঘাট পরীক্ষামূলকভা‌বে চালু


প্রকাশিত: ০৪:৪৩ পিএম, ০৯ আগস্ট ২০১৬

পদ্মা নদীর প্রবল স্রোত ও ভাঙনের কারণে রাজবাড়ির দৌলতদিয়ায় ১, ২ ও ৪ নম্বর ফে‌রিঘাট ক‌য়েক‌দিন ব‌ন্ধের পর অাজ রা‌তে চার নম্বর ঘাট‌টি পরীক্ষামূলকভাবে চালু করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘাট দিয়ে ছোট ফে‌রি কে টাইপ ও ইউ‌টি‌লি‌টি চলাচল কর‌ছে। যা দি‌য়ে ছোট গাড়ি, প্রাই‌ভেটকার, মাই‌ক্রোবাস, অ্যা‌ম্বুলেন্স পারাপার চল‌ছে।

দৌলত‌দিয়া ঘাটের ব্যবস্থাপক মো. স‌ফিকুল ইসলাম এ তথ্য নি‌শ্চিত করে‌ছেন।

গত ক‌য়েক‌দিন থেকেই ৩নং ঘাট দিয়ে ছোট যানবাহন পারাপার চল‌ছিল। অার অাজ শুরু হ‌লো ৪ নম্বর ঘাট দি‌য়ে। এছাড়া ১নং ও ২নং ঘাট এখ‌নো পুরোপুরি বন্ধ আছে।

রুবেলুর রহমান/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।