রাজবাড়ীতে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
ফাইল ছবি
রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ও জামাল পুর ইউনিয়নে পৃথক বজ্রপাতে সুশীল কুমার মন্ডল (৭৫) ও সেলিম ফকির (৩৫) নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত কৃষকেরা হলেন, জঙ্গল ইউপির নতুন ঘুরঘুরিয়া গ্রামের মৃত দূর্লব মন্ডলের ছেলে সুশীল কুমার মন্ডল ও জামাল পুর ইউপির বাধুলী খালকুলা গ্রামের আব্দুল আজিজ ফকীরের ছেলে সেলিম ফকির। তারা দুজনই বালিয়াকান্দি উপজেলার বাসিন্দা।
বাধুলী খালকুলা মাদরাসার সহকারী শিক্ষক দুর্ভল কর জানান, বিকেল ৩টার দিকে বাড়ির পাশে পাট কাটছিল সেলিম। এ সময় বজ্রাহত হয়ে ঘটনাস্থলেই সেলিমের মৃত্যু হয়।
জামালপুর ইউপি চেয়ারম্যান ইউনুস আলী সরদার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
জঙ্গল ইউপি চেয়ারম্যান নিপেন্দ্রনাথ বিশ্বাস জানান, সুশীল খালে পাট জাগ দিতে যাচ্ছিল। এ সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।
রুবেলুর রহমান/এএম/এমএস