বালিয়াকান্দিতে বাজারে আগুন : ২০ লাখ টাকা ক্ষতি


প্রকাশিত: ১০:২০ এএম, ১৯ জানুয়ারি ২০১৫

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর বড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫টি দোকান ঘর পুরে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

সোমবার সকাল ৬টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা যায়।

রাজবাড়ী ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. ফজলু মন্ডল জানান, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে রাজবাড়ী জেলা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও ফরিদপুর ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৫ ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর ১২টায় আগুন সম্পূর্ণরুপে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এমএএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।