রাজবাড়ীতে যাত্রীবাহী বাস উল্টে আহত ১৫


প্রকাশিত: ০৯:৫২ পিএম, ১৩ আগস্ট ২০১৬

রাজবাড়ীতে যাত্রীবাহী বাস উল্টে ১৫ জন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় জেলা সদরের বসন্তপুর ইউনিয়নের মজলিশপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ ও রাজবাড়ী সদর হাসপাতা‌লে ভর্তি করা হয়েছে।

আহতদের নাম পরিচয় জানা যায়নি। তবে এদের মধ্যে বেশির ভাগই খুলনা ও যশোরের বাসিন্দা বলে জানা গেছে।

দুর্ঘটনা কবলিত বাসের যাত্রী মো. সাব্বির জানান, খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা সোহাগ পরিবহনের দ্রুতগামী বাসটি ঢাকা-খুলনা মহাসড়কের বসন্তপুর ইউনিয়নের মজলিশপুর এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি ভ্যান গাড়িকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। এতে অ‌নেক যাত্রী আহত হয়ে‌ছে।

আহলাদিপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. ইমদাদুল্লাহ্ নি‌শ্চিত ক‌রে জানান, দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালি‌য়ে‌ছে। ত‌বে অাহত‌তের অবস্থা  মারাত্মক নয়।

রুবেলুর রহমান/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।