রাজশাহীতে যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার


প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ১৯ জানুয়ারি ২০১৫

রাজশাহীর পুঠিয়ায় অজ্ঞাত যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার ভড়ুয়াপাড়া এলাকার আবেদ হোসেন নামের এক কৃষকের আখ ক্ষেত থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

কৃষক আবেদ হোসেন জানান, সন্ধ্যার দিকে তিনি আখ ক্ষেতে গেলে একটি মৃতদেহ  দেখতে পান। এরপর তিনি স্থানীয়দের বিষয়টি জানান। স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে।

এ ব্যাপারে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হাফিজুর রহমান জানান, যুবকটির নাম ও পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৩০ বছর হতে পারে। মৃতদেহের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

ধারণা করা হচ্ছে, অন্য কোনো স্থানে ওই যুবককে খুন করে মৃতদেহ আখ ক্ষেতে রেখে গেছে দুর্বৃত্তরা। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানান ওসি।

-এমএএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।