চুরি হওয়া ৬টি মূর্তির তিনটি উদ্ধার


প্রকাশিত: ০৩:৫১ পিএম, ১৯ জানুয়ারি ২০১৫

রাজশাহীর শ্রী-শ্রী দিগম্বর জৈন ঠাকুর ইসকন মন্দির থেকে চুরি যাওয়া ৬টি মূর্তির মধ্যে তিনটি উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

সোমবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে মূর্তি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম। গোয়েন্দা কার্যালয়ে এ প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়।

এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। আটকরা হলো, রাজশাহী মহানগরীর গাড়িপাড়া এলাকার আকবর হোসেন (৪৫) এবং পার্শ্ববর্তী হড়গ্রাম এলাকার আনারুল ইসলাম (৫০)। রোববার দিবাগত গভীররাতে হড়গ্রামে এলাকা থেকে মূর্তিসহ তাদের আটক করা হয়।

ইসকন মন্দিরের সভাপতি রামেশ্বর গৌড় দাস জানান, গত বুধবার মন্দিরের ছয়টি মূর্তি চুরি হয়ে যায়। চুরি হওয়া মূর্তির মধ্য রয়েছে পিতলের ২টি রাধা ও কৃষ্ণ বিগ্রহ, ২টি গৌর নিতাই, একটি নিরসিংহ দেব ও একটি গোপাল মুর্তি। এর মধ্যে তিনটি উদ্ধার করা হয়েছে।

এবিষয়ে ইফতে খায়ের আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। এ ব্যাপারে তাদের জিঙ্গাসাবাদ করা হবে বলে জানান তিনি।

-এমএএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।