অফিস গাছতলায়, পাঠদান খোলা আকাশের নিচে
টাঙ্গাইলের নাগরপুর উপজেলা সদরের ৯৫নং যদুনাথ প্রাথমিক বিদ্যালয় ভবনের ছাদের প্লাস্টার বৃহস্পতিবার হঠাৎ খসে পড়েছে। এসময় স্কুলের শিক্ষকসহ শিক্ষার্থীরা অল্পের জন্য প্রাণে রক্ষা পান। এ ঘটনার পর বড় ধরনের দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেছে।
বর্তমানে বিদ্যালয়টির শিক্ষকমণ্ডলী অফিস করছেন গাছতলায় আর শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছে খোলা আকাশের নিচে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৯৬-৯৭ অর্থবছরে এলজিইডির তত্ত্বাবধানে বিদ্যালয়ের এ ভবনটি নির্মাণ করা হয়। ভবনে একটি অফিস কক্ষসহ তিনটি শ্রেণিকক্ষ রয়েছে। এ স্কুলে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ৩৬২ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার ওই ভবনে পাঠদান চলাকালে ভবনের অফিস কক্ষসহ তিনটি শ্রেণিকক্ষের ছাদের প্লাস্টার খসে পড়ে। এসময় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এছাড়া বিদ্যালয়ের অপর ভবনের ছাদেও ফাটল দেখা দিয়েছে। 
এ অবস্থায় শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে খোলা আকাশের নিচে পাঠদান করতে হচ্ছে। স্কুল ভবনের ছাদের প্লাস্টার ধসে পড়ার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদ ইলাহী ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জিল্লুর রহমান রাশেদ ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেন।
সরেজমিনে যদুনাথ প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, প্রধান শিক্ষকসহ শিক্ষকমণ্ডলীরা গাছের নিচে অফিস করছেন। অপরদিকে রোদ-বৃষ্টি মাথায় নিয়ে শিক্ষার্থীরা খোলা আকাশের নিচে অবর্ণনীয় কষ্টে পড়াশোনা করছে। প্রচণ্ড দাবদাহ ও বৃষ্টির কারণে শিশুরা যে কোনো সময় অসুস্থ হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন অভিভাবকরা।
শিশু শিক্ষার্থীদের কষ্ট ও দুর্দশা বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন অভিভাবক ও এলাকার সচেতন মহল।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ ইলাহী জানান, ক্ষতিগ্রস্ত ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে নতুন ভবন নির্মাণের চাহিদাপত্র যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
এফএ/পিআর